সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চলচ্চিত্র নায়িকা
মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে করা মাহির অভিযোগ
সঠিক কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে
স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের
(জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে লাইভে এসে মাহিয়া মাহি
কিছু বক্তব্য দিয়েছেন, এজন্য মামলা হয়েছে। আমি সবকিছু জানি
না, শুনেছি। বিষয়টি ভালো করে জেনে বলতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে মাহি যে অভিযোগ (ঘুষ নেয়ার) করেছেন সেটা সঠিক কিনা
তদন্তেই বেরিয়ে আসবে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহি গ্রেপ্তার হয়েছেন।
এরিমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ শুনানি শেষে তাকে কারাগারে
পাঠানোর আদেশ দেয়। এর আগে, বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার
করা হয়। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.