আগামী ২২ মার্চ রাজবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের আরও ২৭৫টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে রয়েছে- রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, পাংশা উপজেলায় ১২০টি ও বালিয়াকান্দি উপজেলায় ১২০টি। আশ্রয়ণের ঘরগুলো বিতরণের পর তিনটি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন বলে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক যৌথসভার আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল।
আরও পড়ুন: গলাচিপায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১৩৪ গৃহহীন
এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, একটি ঘর একটি মানুষের ঠিকানা, সেই বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, এ নিয়ে জেলার পাঁচটি উপজেলায় মোট দুই ৪১২টি ঘর হস্তান্তর করা হবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.