ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

মুরগির দাম সহনীয় রাখার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১২:৫৬:৩৭ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১২:৫৮:১৮
মুরগির দাম সহনীয় রাখার চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

মুরগি যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের এখতিয়ার না তবু দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে কাজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‌‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সে ৬ষ্ঠ সভা’ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চিনির শুল্ক ছাড় দেওয়ার কারণে কেজিতে ৪ টাকার মতো ছাড় পাওয়া যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে ৫ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে।

তিনি যোগ করেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে।

আতঙ্কে আগে-ভাগে বাড়তি পণ্য কিনে মজুদ না করতে ভোক্তাদের প্রতি আহবান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনের চেয়ে দেড়গুণের বেশি মজুত আছে। মজুত-সরবরাহ-দাম সুসমন্বয়ে রাখতে সরকার তদারকি করবে।

আরও পড়ুন: মাদারীপুরে বাস খাদে পড়ে নিহত ১৯, আহত ৩০

দ্রব্যমূল্য ও সরবরাহ নিয়ে ভয়ের কিছু নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ছোলার দাম একটু বাড়তে পারে তবে সমস্যা হবে না। পেঁয়াজসহ অন্যগুলোর দাম ঠিক রাখতে বাজার তদারকি করা হবে। দাম বাড়তে নিলে আমদানি করা হবে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads