ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ফতুল্লায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১৩:৩২:৫৬
ফতুল্লায় মাদকসেবীর ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদকসেবীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত একটায় হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অটোচালক শাহীন আলম বগুড়া জেলার দুপচাচিয়া ঘাটমাগুরা গ্রামের নজিবর রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ছুরিকাঘাতে আহত ওয়ালিদ জানান, রাতে শাহীন অটোরিকশায় যাত্রী নিয়ে হাজিপাড়া মাদ্রাসার সামনে গেলে রাস্তায় বসে থাকা মাদকসেবী আশরাফুল পায়ে অটোরিকশার ধাক্কায় ব্যথা পান। এতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আশরাফুলসহ কয়েকজন মাদকসেবী শাহীনকে মারধর করেন। খবর পেয়ে শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে সংঘর্ষে জড়িয়ে যায় দুই পক্ষ। এর একপর্যায়ে আশরাফুল তিনজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads