ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

নানা নাটকীয়তায় ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১৩:৫১:৪৯ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৫:১৯:২৭
নানা নাটকীয়তায় ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে হাজির হওয়ার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছেন বিচারক। 

শনিবার (১৮ মার্চ) দিনভর পাকিস্তানের আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের পর তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরানের শুনানি বাতিল করে ইসলামাবাদের একটি আদালত। খবর: আলজাজিরা।

পুলিশের দাবি, ইমরানের সমর্থকরা আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে পাথর এবং গ্যাস ছুড়ে।

এদিকে, ইমরান খানের আইনজীবী দলের ফয়সাল ফরিদ চৌধুরী জানান, রাজধানী ইসলামাবাদের আদালত অধিবেশন স্থগিত করেছে। তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে আগামী ৩০ মার্চ হাজির হওয়ার পরবর্তী তারিখ ধার্য করে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে ফয়সাল চৌধুরী অভিযোগ করে আরও বলেন, ইমরান খান তার গাড়িতে আদালতের বাইরে ছিলেন। কিন্তু আদালতে প্রবেশ করতে পুলিশ তাদের বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল। পিটিআই চেয়ারম্যানের সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলাও চালিয়েছে পুলিশ। অনেককে গ্রেপ্তার করেছে তারা।

এদিকে, ইমরান খান যখন শুনানিতে হাজির হতে ইসলামাবাদ রওনা দেয়, এর ঘণ্টাখানেক পর লাহোরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরানের বাড়িতে কেবল তার স্ত্রী বুশরা বেগম ছিলেন।

পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে, তখন বাড়ির সামনে থাকা ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় আহত হন ১০ জন, ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩০ জনকে। সব মিলিয়ে ৬০ জনকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন: কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ আবারও বাড়লো

উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। নিরাপত্তা ঘাটতির জন্য এসব মামলার শুনানিতে উপস্থিত হচ্ছেন না বলে দাবি করেছেন তিনি। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads