ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

মালয়েশিয়ায় নতুন বিদেশি কর্মী নেওয়া স্থগিত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১৪:৪৭:৪২ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৪:৪৮:০১
মালয়েশিয়ায় নতুন বিদেশি কর্মী নেওয়া স্থগিত

মালয়েশিয়া সরকার নতুন করে বিদেশি কর্মী নেওয়ার সব ধরনের আবেদন ও প্রক্রিয়া স্থগিত করেছে। 

শনিবার (১৮ মার্চ) এক ঘোষণায় জানান দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে বলে জানান। খবর: ফ্রি মালয়েশিয়া টুডে।

মালয়েশিয়ান মানবসম্পদমন্ত্রী বলেন, ফরেন ওয়ার্কার এমপ্লয়মেন্ট রিল্যাক্সেশন প্ল্যানে (পিকেপিপিএ) বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন ১৮ মার্চ থেকে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করা হলো। নিয়োগকর্তারা ৯ লাখ ৯৫ হাজার শ্রমিকের কোটা অনুমোদন দেওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও যোগ করেন, নিয়োগকর্তারা আগের অনুমোদিত কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরই স্থগিতাদেশ পর্যালোচনা করা হবে। আমরা ১৪ মার্চ পর্যন্ত নির্মাণ, পরিষেবা, উৎপাদন, কৃষি, খনন, খনি এবং বৃক্ষরোপণসহ মোটামুটি সব খাতেই ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জন শ্রমিককে অনুমোদন দিয়েছি।

মানবসম্পদ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিদেশি শ্রমিকদের জন্য যে কোটা অনুমোদন দেওয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্পকারখানায় শ্রম চাহিদা মেটানো সম্ভব হবে।

আরও পড়ুন: নানা নাটকীয়তায় ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

যাদের যে কোটায় আনার অনুমোদন দেওয়া হয়েছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে আনার প্রক্রিয়া দ্রুত নিশ্চিত করারও আহ্বান জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads