ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বিশাখাপত্তনমে দুঃস্বপ্ন ভারতের, ১০ উইকেটে হার

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ১৯:৫৩:৫৫ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ১৯:৫৮:৩৪
বিশাখাপত্তনমে দুঃস্বপ্ন ভারতের, ১০ উইকেটে হার

বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ে স্বাগতিক ভারতকে লজ্জাজনক হারের স্বাদ দিলো অস্ট্রেলিয়া।

রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে। ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নেন স্টার্ক।

এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে ভারতকে ১০ উইকেটে হারালো অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা আনলো অসিরা। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো ভারত।

বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের তৃতীয় বলেই ভারতের ওপেনার শুভমান গিলকে খালি হাতে বিদায় দেন স্টার্ক। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করে ২৯ রানের জুটি গড়েন অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পঞ্চম ওভারে রোহিতকে ১৩ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন স্টার্ক।

রোহিতের পর সূর্যকুমার যাদবকে খালি হাতে ও আগের ম্যাচে দলের জয়ে অবদান রাখা লোকেশ রাহুলকে ৯ রানে থামান স্টার্ক। স্টার্কের তোপে ৪৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

স্টার্কের দেখানো পথে হেঁটে পরের দিকে ভারতের ৫ উইকেটের পতন ঘটান দুই মিডিয়াম পেসার সিন অ্যাবট ও নাথান এলিস। হার্ডিক পান্ডিয়াকে ১ রানে শিকার করেন অ্যাবট। এক প্রান্ত আগলে লড়তে থাকা বিরাট কোহলিকে ৩১ রানে থামিয়ে দেন এলিস। ৩৫ বল খেলে ৪টি চার মারেন কোহলি।

দলীয় ৭১ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে কোহলির বিদায়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ভারত। কিন্তু রবীন্দ্র জাদেজার ১৬ ও অক্ষর প্যাটেলের অপরাজিত ২৯ রানে ১শর নীচে গুটিয়ে যাবার লজ্জার থেকে রক্ষা পায় ভারত। শেষ পর্যন্ত ২৬ ওভারে ১১৭ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সর্বনিম্ন দলীয় রান ভারতের।

ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে শিকার ইনিংসে ৮ ওভারে ৫৩ রানে ৫ উইকেট পূরন করেন  স্টার্ক। ওয়ানডে ক্যারিয়ারে নবম ও ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন তিনি।  অ্যাবট ৩টি ও এলিস নেন ২ উইকেট।

আরও পড়ুন: পতনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের আরও ২০০ ব্যাংক

১১৮ রানের টার্গেট, টি-টোয়েন্টি মেজাজে স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ১১ ওভারে অবিচ্ছিন্ন ১২১ রান তুলে দলের জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার  দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ২৩৪ বল বাকী রেখে জয় তুলে নেয় অসিরা। বল বাকী বিবেচনায়  এটি তৃতীয় বড় জয় অস্ট্রেলিয়ার। আর বলের হিসেবে এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার ভারতের।  

১০টি চারে ৩০ বলে ৫১ রান করেন হেড। ৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন মার্শ। ৬টি করে চার-ছয় মারেন মার্শ।

আগামী ২২ মার্চ চেন্নাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads