ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের জিটিএফ চুক্তি সই

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩ ২১:৪৪:১৮
বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের জিটিএফ চুক্তি সই

বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) এ অংশগ্রহণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে এই পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে ‘গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড’ (জিটিএফ) সংক্রান্ত একটি  চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় পরিবেশবান্ধব শিল্পে প্রাসঙ্গিক মূলধনী যন্ত্রপাতি এবং আনুষাঙ্গিক আমদানি বা ক্রয়ের প্রয়োজনে অর্থায়ন সহজতর হবে।

রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক (এসএফডি) চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads