ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ০৯:৫৭:৩৬
কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত

পটুয়াখালীর কলাপাড়ার লতিফপুর গ্রাম থেকে একটি ১০ ফুট লম্বা একটি বার্মিজ অজগর, তিনটি পদ্মগোখরা ও একটি দাঁড়াশ সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে এ্যানিমাল লাভারস কলাপাড়া সংগঠনের সদস্যরা।

রোববার (১৯ মার্চ) দুপুরে গোপন খবরের ভিত্তিতে মহিপুর বনকর্মীদের সহায়তায় এক সাপুড়ের কাছ থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

সংগঠনের সদস্য রাকায়েত আহসান জানান, বিভিন্ন স্থান থেকে সাপ ধরে স্বপন নামের এক সাপুড়ে খেলা দেখানোর প্রস্তুতিকালে তারা ওই সাপ পাঁচটি উদ্ধার করেন। উদ্ধার করা সাপের মধ্যে পদ্মগোখরা সাপ তিনটি বিলুপ্ত প্রজাতির ও বিষাক্ত। আর অজগর সাপটি ১০ ফুট লম্বা ও প্রায় ১২ কেজি ওজনের।

আরও পড়ুন: মাদারীপুরে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন

উদ্ধার করা সাপগুলো বিকেলে বনকর্মীদের উপস্থিতিতে কুয়াকাটার পশ্চিম সৈকতের লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads