ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

শিবচরের দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ১০:০৮:৪৪ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১১:১৯:৫৯
শিবচরের দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ১৯ জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

রোববার (১৯ মার্চ) রাতে শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদি হয়ে শিবচর থানায় মামলাটি করেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮/৯৯/১০৫/১০৬(১) ধারায় মামলা করেছে হাইওয়ে পুলিশ। 

এর আগে, শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। 

ওই দুর্ঘটনায় নিহত ১৯ জনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এরমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ১৭ জনের মরদেহ। 

আরও পড়ুন: কলাপাড়ায় পদ্মগোখরা ও অজগরসহ পাঁচ সাপ বনে অবমুক্ত

উল্লেখ্য, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি রোববার সকাল সাড়ে সাতটার দিকে শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads