ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সিরিজ নিশ্চিতের দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ১১:১৯:১১
সিরিজ নিশ্চিতের দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ। তবে এর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। 

সিলেটের আকাশে গত কয়েক দিন ধরেই মেঘের ঘনঘটা। আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! এই বৃষ্টি মাথায় নিয়েই গড়াতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে।

সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

এদিকে রোববার (১৯ মার্চ) রাতে সিলেটে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া রিপোর্টে ম্যাচের দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার শঙ্কার কথা জানানো হয়েছে।


আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা

আইরিশ কোচ হেনরিক মালান যেমনটা বলেছেন, একটু মেঘলা ও বৃষ্টি হলে আমাদের জন্য একটু বেশি আরামদায়ক হবে। 

প্রথম ম্যাচে চোখে ফুটবলের আঘাতের কারণে মেহেদী হাসান মিরাজ খেলতে পারেননি। চোখের অবস্থা এখন ভালোর দিকে থাকলেও এই ম্যাচেও তিনি বিশ্রামে থাকতে পারেন। তাতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads