অর্থনৈতিকভাবে ধুকতে থাকা সুইজারল্যান্ডের ১৬৭ বছরের পুরোনো ক্রেডিটসুইস ব্যাংকটি কিনে নিতে সম্মত হয়েছে দেশটির আরেক ব্যাংক ইউবিএস।
চলমান আর্থিক দুরবাস্থা থেকে উত্তরণের জন্য পুরোনো প্রতিদ্বন্দ্বী ব্যাংকটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউবিএস। খবর: সিএনএন।
শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে সুইস ন্যাশনাল ব্যাংক জানায়, ইউবিএস ক্রেডিট সুইস ব্যাংক নিজেদের আয়ত্ত্বে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং সুইস অর্থনীতিকে রক্ষা করবে।
ক্রেডিটসুইস ব্যাংকের জন্য ইউবিএসকে বর্তমানে তিন বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৩.২৫ বিলিয়ন মার্কিন ডলার) খরচ করতে হবে, যা শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ব্যাংকের যে মূল্য ছিল প্রায় তার চেয়েও ৬০ শতাংশ কম।
আরও পড়ুন: পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ কিমের
উল্লেখ্য, শুক্রবার (১৭ মার্চ) ক্রেডিটসুইসের যে শেয়ারের দাম ১.৮৬ সুইস ফ্রাঙ্কের ছিল সেটি এখন মাত্র ০.৭৬ সুইস ফ্রাঙ্কের সমতুল্য। এতে মূলত ক্রেডিটসুইস শেয়ারহোল্ডাররা নিশ্চিহ্ন হয়ে যাবে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.