ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

৪৫ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত এক, আহত ২০

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ১১:৫৭:৪৯
৪৫ যাত্রী নিয়ে বাস খাদে, নিহত এক, আহত ২০

পিরোজপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দিবাগত রাত তিনটার দিকে জেলার মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম অবিনাশ মিত্র (৫৫)। তিনি মঠবাড়িয়া আদালতের আইনজীবী এবং উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ৪৫ জন যাত্রী নিয়ে ইমা পরিবহনের বাসটি ঢাকা থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছিল। রাতের ওই এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত তিন জনকে বরিশালে এবং বাকিদের মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads