ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ স্থগিত হলেও বন্ধ হয়নি

ঝুমুর বারী, একাত্তর
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ১২:৫৫:৫৮ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১২:৫৬:৩৪
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ স্থগিত হলেও বন্ধ হয়নি

বিদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো আপাতত বন্ধ থাকবে। 

তবে, এরই মধ্যে মার্চ পর্যন্ত মালয়েশিয়া যাবার জন্য অনুমোদন পেয়েছে তিন লাখ ১৪ হাজার বাংলাদেশি। ফলে এসব কর্মীরা দেশটিকে কাজে জন্য যেতে পারবেন। 

শ্রম বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মালয়েশিয়াতে বাজার বন্ধ থাকলেও শিগগিরই তা আবার খোলার সম্ভাবনা রয়েছে। কারণ তাদের সিদ্ধান্ত সাময়িক। 

মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে বাংলাদেশ-ভারতসহ ১৫ দেশ। গেল বছর মালয়েশিয়ার সাথে যখন বাংলাদেশের চুক্তি হয় তখন ৫ লাখ কর্মী নেবার কথা এই ১৫ দেশ থেকে। 

বাংলাদেশ থেকে ইতিমধ্যেই তিন লাখের উপর কর্মীর অনুমোদন হয়েছে। যদিও কর্মী নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ-ভারতের প্রতিবেশী নেপাল।

গত ১৮ মার্চ মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী জানান, তারা আর বিদেশ থেকে কর্মী নেবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। 

এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একাত্তরকে জানান, ২০ মার্চ মালয়েশিয়া বাংলাদেশ যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেখানেই বিষয়টি নিশ্চিত করবে ঢাকা। 

তবে কর্মী যাওয়া স্থগিত হলেও তা বন্ধ নয় বলে নিশ্চিত করেন তিনি। সিদ্ধান্তটি সাময়িক। আর যেসব আবেদন ইতিমধ্যে জমা হয়েছে, তাঁরা যেতে পারবেন দেশটিতে। 

মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত মালয়েশিয়াতে কর্মী যাবার অনুমোদন ৯ লাখ ৯৫ হাজার ৩৯৬ জনের। বাংলাদেশ থেকে কর্মী গেছেন এক লাখ ২১ জন। 

আর বাংলাদেশ থেকে যাবার জন্য অনুমোদন হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৪৭৩ জনের। অর্থাৎ দুই লাখ কর্মী এখনো যাবার অপেক্ষায় আছেন। 

মূলত পাঁচটি খাতের জন্য বিদেশি কর্মীর এ চাহিদা অনুমোদন করা হয়েছে। এগুলো হচ্ছে নির্মাণ অবকাঠামো, উৎপাদন, বৃক্ষরোপণ, কৃষি ও সেবা (রেস্তোরাঁ) খাত।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার জানান, যে সংখ্যক কর্মীর অনুমোদন দেয়া হয়েছে তাতে আপাতত চাহিদা মিটবে দেশটির। 

সেই সঙ্গে যাদের কর্মী নিয়োগের চাহিদা ইতিমধ্যে অনুমোদন হয়েছে, তাদের দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করার অনুরোধ করেছেন তিনি।


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads