চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘আমি নিশ্চিত রাশিয়া সফর হতে যাচ্ছে একটি ফলপ্রসূ সফর এবং এই সফর চীন-রাশিয়া সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নতুন গতি দেবে’।
সোমবার (২০ মার্চ) রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছে স্থানীয় সময় ১২টা ৫৯ মিনিটে বিমানের সিঁড়ি দিয়ে নামার সময় বার্তা সংস্থা এএফপির সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
একইসঙ্গে তিনি দুই দেশকে পরস্পরের ‘বিশ্বস্ত অংশীদার’ বলেও অবিহিত করেন।
রুশ বার্তা সংস্থা তাসের খবর থেকে জানা যায়, চীনা নেতাকে বহনকারী উড়োজাহাজ দুপুরে মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করে।
শি জিনপিংয়ের এই সফরের মূল লক্ষ্য ইউক্রেন ও রাশিয়ার চলা যুদ্ধ বন্ধে আলোচনা। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরুর পর এটিই হতে যাচ্ছে চীনা প্রেসিডেন্টে প্রথম রাশিয়া সফর। এই যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্যে সামরিক সহযোগিতা না দিলেও কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রেখেছেন শি।
সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন।
সূচিতে সোমবার রাতেই পুতিনের সঙ্গে নৈশভোজের কথা রয়েছে তার। সেটি অবশ্য আনুষ্ঠানিক কোন বৈঠক নয়। তবে পুতিনের শীর্ষ পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, এই বৈঠকে দুই দেশের সম্পর্কের জন্য অতীব গুরুত্বপূর্ণ, মূল এবং সংবেদনশীল বিষয়গুলোর ওপর আলোকপাত করা হবে।
প্রেসিডেন্ট শি’র মস্কো সফরের কথা ঘোষণার ঠিক আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছিলেন, আমার মনে হয় না চীন আসলে এখন তেমন মুহূর্তে পৌঁছেছে যে, তারা রাশিয়াকে অস্ত্র দিতে চায়, অস্ত্র দিতে প্রস্তুত। আবার আমার এটাও মনে হয় না যে, এই সফরের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যাবে... মস্কোতে চীনা নেতার এই সফরই আসলে একটা বার্তা। তবে আমি মনে করি না যে, এর কোনো তাৎক্ষণিক ফল হবে।
আরও পড়ুন: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সশস্ত্র হামলায় ৯ চীনা নিহত
প্রসঙ্গত, চীনা প্রেসিডেন্ট এমন সময় মস্কো সফরে আসলেন, যখন গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসিরি পরোয়ানা জারির পর শি জিনপিংই প্রথম বিশ্বনেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.