২৪ ঘণ্টায় দেশে পাঁচ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশে।
গতদিন ৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো শূন্য দশমিক ৪৯ শতাংশ।
সোমবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৭ হাজার ৯৭৪ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৯ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ৬ হাজার ৭৩০ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের দুই বছরের কারাদণ্ড
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ লাখ ১৯ হাজার ৯৪৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫৪ লাখ ৮৮ হাজার ৭১৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৮ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৩৫৫ জন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.