ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

এবার জামিন পেলেন মাহির স্বামী

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২০ মার্চ ২০২৩ ২১:৫৮:২২
এবার জামিন পেলেন মাহির স্বামী

ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রকিব সরকার। 

সোমবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪-এর বিচারক মো. নিয়াজ মাখদুম এই জামিন মঞ্জুর করেন।

মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামিন শুনাতি করেন মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার ও আইনজীবী আনোয়ার সাদত। অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুই মামলায় আদালত তাকে জামিন দিয়েছেন। 

পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads