ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী পলাতক খালেক তালুকদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ ১৩:৪৪:১২ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৩:৪৫:০৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধপরাধী পলাতক খালেক তালুকদার গ্রেপ্তার

এন্টি টেররিজম ইউনিটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে  কেরানীগঞ্জ থেকে আর্ন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক যুদ্ধপরাধীকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার আসামীর নাম খালেক তালুকদার (৭৩), তার পিতার নাম রুস্তম আলী তালুকদার, মাতা সুন্দরনেসা।

এই আসামী তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতেই  ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। 

রায়ে খালেক সহ অনান্যদের বিরুদ্ধে আর্ন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। এই রায়ে আরও চার পলাতক আসামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads