সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেও এই ম্যাচে ব্যাটিং বেছে নিয়েছে আইরিশ অধিনায়ক।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। আগের দুই ম্যাচ ২টায় শুরু হলেও রমজানের কথা মাথায় রেখে এদিন আধা ঘণ্টা পরে শুরু হচ্ছে ম্যাচটি।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ইয়াসির আলী রাব্বির জায়গায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। প্রথম ওয়ানডের আগের দিন চোখে চোট পাওয়ায় শেষ দুই ওয়ানডে ম্যাচে খেলেননি তিনি।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে যায় ভেস্তে। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেই হতে যাচ্ছে সিরিজের সুরাহা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
আরও পড়ুন: পাঁচ অক্টোবর থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথিউ হ্যামফ্রিজ, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর ও লোরকান টাকার।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.