ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মাঠে নামলেই সবাইকে ছাড়িয়ে যাবেন রোনালদো

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৩ ১৬:৪১:১৮ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৬:৫৮:৩৩
মাঠে নামলেই সবাইকে ছাড়িয়ে যাবেন রোনালদো

ফুটবল ইতিহাসে আরেকটি বিশ্ব রেকর্ড গড়তে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তিন মাস ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি পার করার পর ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবেন তিনি। আর এদিন মাঠে নামলেই সিআরসেভেন দুর্দান্ত এক মাইলফলক স্পর্শ করবেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হবেন ৩৭ বছর বয়সী এ ফুটবলার।

লিখটেনস্টাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করবে পর্তুগাল। লিসবনে খেলাটি শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে।

ইউরো ২০২৪ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নেয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন আল-নাসের তারকা।

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াডে থাকলেও শেষ ম্যাচের একাদশে স্থান পাননি রোনালদো। তবে ইউরো বাছাইপর্বের জন্য জাতীয় দলে ফের তাকে অন্তর্ভুক্ত করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ।  

ইতোমধ্যে ১১৮ গোল করে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। ইউরোপীয় ফুটবলেও জাতীয় দলের হয়ে ১৯৬টি ম্যাচ খেলে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের রেকর্ডটি এখন তার দখলে। সেই সঙ্গে বিশ্বের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড বইয়ে কুয়েতের বাদের আল-মুতাওয়ার সাথে সহাবস্থানে রয়েছেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর খেতাব বিজয়ী।

বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল-নাসেরে

গতকাল রোনালদো সাংবাদিকদের বলেন, রেকর্ড আমার অনুপ্রেরনা। ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটি আমি (এককভাবে) নিজের অধিকারে নিতে চাই। যেটি আমাকে গর্বিত করবে। তবে এখানেই আমি থামতে চাই না। আমি বারবার (জাতীয় দলে) ডাক পেতে চাই।

২০০৩ সালে কাজাকস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। ইউরো ২০০৪ সাল থেকে পর্তুগালের হয়ে সবগুলো জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন তিনি।


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads