যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন করে ঝড়ের আঘাতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের (২১ মার্চ) এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি। খবর এনবিসি নিউজের।
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর দক্ষিণ ও মধ্যাঞ্চল। মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিচ্ছে একের পর এক ঘূর্ণিঝড়।এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
মঙ্গলবার নতুন করে ঝড়ে রাস্তায় উপড়ে পড়ে বেশ কিছু গাছ। এতে ব্যাহত হয় যানচলাচল। সড়ক পরিস্কারে কাজ করছেন পরিচ্ছন্নকর্মীরা।
ঝড়ের কারণে অঞ্চলজুড়ে এখনও অব্যাহত আছে বৃষ্টিপাত। এতে, বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে অন্য জায়গায় সরে যেতে হচ্ছে তাদের।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.