মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাবুর রহমান (৪০) ও শাকিব আহমেদ (২৭) নামে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাবুর রহমান শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদেও ছেলে। শাকিব একই গ্রামের শামিমুর রহমানের ছেলে।
মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর রহমান ও শাকিব আহমেদ নামে দুই ব্যক্তি আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে শালিখা সড়ক দিয়ে নিজ জুনারী গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আড়পাড়া বাজারের দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌঁছলে মুখোমুখি আসা একটি ট্রাক ও কার্ভাড ভ্যানের সাথে তাদের বহনকৃত মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
আরও পড়ুন: হবিগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কার্ভাড ভ্যান জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.