ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

৫৬ কেজি গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ১৬:১৭:২০
৫৬ কেজি গাঁজাসহ সাতজন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার ক‌রা হয়।

শুক্রবার (২৪ মার্চ) ভোরে মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে গাঁজা ও দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামের দূর্বাজ ভূঁইয়া ওরফে নুরুল হক (৪০), একই গ্রামের সোহেল (২৮), মো. আরিফ (২৮), উজ্জল (২২), নুরু ভূঁইয়া (৩৫), বি-বাড়িয়া জেলার কসবা থানার মাইজ খার দক্ষিণ খার গ্রামের তারেকুল ইসলাম ওরফে বাবু (২২) ও একই গ্রামের মোহাম্মদ চৌধুরী (২৬)।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে রাতে বাঙ্গরা বাজার থানাধীন দেওড়া গ্রামে বিপুল পরিমাণ গাঁজাসহ একদল মাদক কারবারি দূর্বাজ ভূঁইয়ার বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় দূর্বাজ ভূঁইয়ার বাড়িতে তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দূর্বাজ ভূঁইয়া ওরফে নুরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার হেফাজতে থাকা ৭টি দেশিয় অস্ত্র (রামদা) উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত থাকা ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: রানা প্লাজা ধসের ১০ বছর, প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ৭ জনের বিরুদ্ধে মাদক আইনে এবং পৃথকভাবে দূর্বাজ ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads