ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ফ্রান্সে বিক্ষোভের জেরে রাজা চার্লসের সফর স্থগিত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ১৮:৫৬:২৯
ফ্রান্সে বিক্ষোভের জেরে রাজা চার্লসের সফর স্থগিত

ফ্রান্সে অবসর নীতি সংস্কারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে দেশটিতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাষ্ট্রীয় সফর স্থগিত করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) ফ্রান্সের এলিসি প্রাসাদ জানিয়েছে, পরিকল্পিত পেনশন বিক্ষোভের দশম দিনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারিস এবং বোর্দো সফরটি রোববার (২৬ মার্চ) শুরু হওয়ার কথা ছিল, তবে জানুয়ারিতে বিক্ষোভ শুরু হওয়ার পর ফ্রান্স বৃহস্পতিবার সবচেয়ে খারাপ সহিংসতা দেখেছে।

এদিকে বাকিংহাম প্যালেস বলছে, ‘ফ্রান্সের পরিস্থিতির কারণে এই বিলম্ব হয়েছে’।

একটি বিবৃতিতে তারা জানায়, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ব্রিটিশ সরকারকে সফর স্থগিত করতে বলার পরে’ সমস্ত পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এলিসি প্যালেস জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে রাজার সাথে কথা বলেছেন। 

তারা আরও জানায়, রাষ্ট্রীয় সফর যত তাড়াতাড়ি সম্ভব পুনঃনির্ধারিত করা হবে, ‘যাতে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতে তাকে স্বাগত জানানো হয়’। 

বেশ কয়েকটি ফরাসি শহরে বৃহস্পতিবারের শান্তিপূর্ণ বিক্ষোভের পাশাপাশি সহিংসতার ঘটনা ঘটে, যাতে ১০ লাখেরও বেশি লোক অংশ নেয়। বোর্দোতে টাউন হলের প্রবেশদ্বার জ্বালিয়ে দেওয়া হয় এবং রাজধানী প্যারিসে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, প্যারিসের ৯০৩টি স্থানে আগুন জ্বালানো হয়েছে, যেখানে গত ৬ মার্চ থেকে আবর্জনা সংগ্রহ করা হয়নি। 

আরও পড়ুন: দক্ষিণ চীন সাগরে পুনরায় মার্কিন যুদ্ধজাহাজ

শুক্রবার সকাল থেকে ফরাসি কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে ২৬ থেকে ২৯ মার্চ রাষ্ট্রীয় সফর হবে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। 

রাজা চার্লস এবং ক্যামিলার প্যারিসের প্রাণকেন্দ্রে শ্যাম্প-এলিসি বরাবর যাত্রা এবং ভার্সাইতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সাথে একটি ভোজসভা করার কথা ছিল। কুইন কনসোর্টের প্যারিসের অন্যতম প্রধান আকর্ষণ মিউজে ডি’অরসেতে একটি শিল্প প্রদর্শনী খোলার কথা ছিল। এরপর তারা বোর্দোতে যাবে বলে আশা করা হচ্ছিলো। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads