ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

যথারীতি বেগুন, শশা ও লেবুর দাম লাগামহীন

রহিম রুমন, একাত্তর
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩ ১৯:০১:৪৮
যথারীতি বেগুন, শশা ও লেবুর দাম লাগামহীন

রোজার প্রথম দিনে লাগামহীন রাজধানীর কাঁচাবাজার। একেক বাজারে একেক দামে বিক্রি হয়েছে সবজি। বেগুনের দাম ছুঁয়েছে একশ’ টাকার ওপরে। 

কোন কোন বাজারে শশা বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজিতে। লেবুর হালি একশ থেকে একশ বিশ টাকা। ক্রেতারা বলছে, নজরদারি না থাকায় ইচ্ছেমতো দামে বিক্রি হচ্ছে সবজি। 

প্রথম রোজা আবার সাপ্তাহিক ছুটির দিন। ক্রেতা সমাগমে ভরপুর রাজধানীর কাঁচাবাজারগুলো। পোয়াবারো খুচরা ব্যবসায়ীদের। তবে মাথায় হাত ক্রেতাদের, কারণ দাম চড়ছেই। 

শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিনেই বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। রোজায় কিছু পণ্যের চাহিদা বাড়তি থাকায় খরচ বাড়ে। সেই সঙ্গে অস্বাভাবিক বৃদ্ধি। এই জাঁতায় পড়ে চ্যাপ্টা ক্রেতা। 

বৃহস্পতিবারের চেয়ে বাজারে ক্রেতা সমাগম যতটা বেড়েছে ঠিক ততটাই যেন বাড়ানো হয়েছে পণ্যের দাম। উত্তরার বিজিবির বাজারে দেখা গেলো ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শশা।

একই রকম অবস্থা লেবুর দোকানে। ৮০ টাকার নিচে মিলছে না ইফতারের শরবতে অন্যতম অনুষঙ্গ লেবুর হালি। তবে বেশিরভাগ বাজারেই লেবুর হালি শত টাকার উপরে। 

ইফতারের বেগুনির বেগুনের গায়ে যেন আগুন লেগেছে। একটু ভালো মানের বেগুন কিনতে হলে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

আবার রামপুরা কাঁচাবাজারের কাঁচামরিচ ১৪০ টাকা, চিচিঙ্গা ৯০ টাকা, শিম কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা এবং টমেটো ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

আর গোল বেগুন ৭০ থেকে ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ৭০ টাকা, কচুর লতি ১২০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর পাগলের ছদ্মবেশ, অবশেষে গ্রেপ্তার

আকার ভেদে প্রতিটি লাউ-চালকুমড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৪০ টাকা এবং ছোট লেবুর হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সবজি খুব চড়া দামে বিক্রি হচ্ছে।

ভোক্তাদের দাবি, সরকারের তরফ থেকে বারবার ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও বাজারে কোনো তার কোন লক্ষণ দেখা যায় না। প্রভাব তো দূরের কথা। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads