রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)’র গ্রেপ্তারি পরোয়ানার পরও হাঙ্গেরিতে গেলেও তাকে গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়েছে হাঙ্গেরি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অব স্টাফ জার্জলি গালিয়াস এ কথা জানিয়েছেন। খবর: আলজাজিরা।
জার্জলি গালিয়াস বলেন, আইসিসির তৈরি করা রোম স্ট্যাটিউটকে হাঙ্গেরি আইনে পরিণত করেনি।
তিনি বলেন, আমরা হাঙ্গেরিয়ান আইনানুযায়ী বলতে পারি, আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করব না। কারণ রোম স্ট্যাটিউট হাঙ্গেরি অনুমোদন করেনি।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে গ্রেপ্তারের যে আদেশ আইসিসি দিয়েছে তাকে সমর্থন করে না হাঙ্গেরি।
আরও পড়ুন: জার্মানি গেলে গ্রেপ্তার হবেন পুতিন: রাষ্ট্রদূত
আইসিসির নির্দেশনার আলোকে পুতিনের সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে পশ্চিমা বিশ্বে যখন তুমুল আলোচনা চলছে তখন এমন খোলামেলাভাবেই রুশ প্রেসিডেন্টের পক্ষ নিলো হাঙ্গেরি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.