মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আগামী রোববার (২৬ মার্চ) নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল এবং চাঁদপুর জেলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
শুক্রবার (২৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মাল্টা ও খেজুরের সঙ্গে আনারসের দামও বাড়তি
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকা সদরঘাটে বানৌজা অতন্দ্র, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে অদম্য, চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে প্রত্যাশা, খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাটে চিত্রা, মোংলা দিগরাজ নেভাল বার্থে কপোতাক্ষ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে যমুনা এবং চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মেঘনা সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.