ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩ ১৩:৪৫:৩৮ আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৩:৫০:১৩
গাজীপুরে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

গাজীপুরে ডাকাতি ও কলেজছাত্র মাহিউস সুনান চৌধুরী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত কিছু টাকা ও গ্রিল কাটায় ব্যবহৃত যন্ত্র উদ্ধার করা হয়। 

শনিবার (২৫ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো. ইব্রাহিম খান। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবু তাহের (২৯), মফিজ উদ্দিন (৩৭), খোকন মিয়া (৩০), আইজুল হাকিম (২৮) ও আব্দুল মালেক (৩২)। তাদের অধিকাংশের বাড়ি গাজীপুর সদরের সালনা এলাকায়। 

তিনি জানান, গত ১৩ মার্চ রাতে গাজীপুর সদরের দক্ষিণ সালনা এলাকার মেহজাবিন আক্তারের বাসায় ঢুকে ডাকাতদল তার ছেলে মাহিউস সুনান চৌধুরীকে হত্যা করে এবং ধারালো অস্ত্রের মুখে নগদ ২৫ হাজার টাকাসহ আনুমানিক পৌনে সাত লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

আরও পড়ুন: পদ্মাপাড়ে পড়ে থাকা গাড়িতে মিললো চালকের বস্তাবন্দী মরদেহ

তিনি আরও জানান, এ ঘটনায় জিএমপি সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে সন্দেহভাজন আবু তাহেরকে বুধবার (২২ মার্চ) ঢাকা থেকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলের পাশের ধানক্ষেত থেকে লোহার তৈরি একটি কাটার জব্দ করা হয় এবং অপর চারজনকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads