পটুয়াখালীর কলাপাড়ায় বাবা-মায়ের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, নিহত কিশোর শাকিল আকন (১৫) ওই গ্রামের মোশাররফ আকনের ছেলে ও লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলো।
নিহতের মামা ফেরদৌস জানান, সকালে গরুর ঘরের পানির লাইনের মোটরের বিদ্যুৎ সংযোগের সকেট ঠিক করার সময় বাবা-মায়ের সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: পদ্মাপাড়ে পড়ে থাকা গাড়িতে চালকের বস্তাবন্দী মরদেহ
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, ম্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসপাতালে নিহতের মরদেহের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.