কুষ্টিয়া শহর থেকে শিশুধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
জানা গেছে, গ্রেপ্তার মিটন আলী কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া ক্যানাল পাড়ার বাসিন্দা। তিনি পেশায় একজন নৈশপ্রহরী।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে মেলায় নিয়ে যাবার কথা বলে নিজের বাড়ীতে নিয়ে ধর্ষণ করেন মিটন আলী। এরপর রাত ১১টায় রিকশাযোগে ওই শিশুকে বাড়ীতে পাঠিয়ে দেন তিনি।
আরও পড়ুন: বাবা-মায়ের সামনে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু
পরে বাড়ী ফিরে ওই শিশু সব কথা পরিবারকে বলে দিলে পরদিন শিশুটির বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। এরপর শুক্রবার (২৪ মার্চ) রাতে কুষ্টিয়া র্যাব-১২ এর সদস্যরা মোল্লাতেঘরিয়া এলাকা থেকে মিটন আলীকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন মিটন আলী। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.