মাদারীপুরে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে এর চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার শহরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকের চালকের নাম ইয়ার হোসেন খান (৩৫)। তিনি সদর উপজেলার ঝিকড়হাটি ইউনিয়নের ইলিয়াস খানের ছেলে।
মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা রসুল জানান, ইজিবাইকটি দুপুরে তিনজন যাত্রী নিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে তাতিবাড়ি এলাকায় যাচ্ছিলো। গাড়িটি নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বড় মেহের এলাকায় এলে পেছন শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে গিয়ে ইয়ার হোসেনসহ তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গণহত্যার স্মৃতিরক্ষায় ৫২ বছর ধরে শুধু ফুল আর আশ্বাস
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ফয়েজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান ইয়ার হোসেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.