আত্মঘাতী হয়েছেন ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবে। রোববার (২৬ মার্চ) বারাণসীর একটি হোটেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে গেছে ভারতে বিনোদন জগতে। মাত্র ঘণ্টাখানেক আগেই হাসিখুশি আর চনমনে থাকা মেয়েটি কেন আত্মহত্যা করলো, এই প্রশ্নই এখন জোরেশোরে তুলছেন আকাঙ্কার সহঅভিনেতারা।
তবে কি মানসিক অবসাদে ভুগছিলেন আকাঙ্খা? বারাণসীর সারনাথ হোটেলের একটি রুম থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। তদন্তে নেমেছে সারনাথ থানার পুলিশ। তবে, আকাঙ্খা দুবের মৃত্যুর পেছনে ব্রেকআপকেই দায়ি করছেন ভক্তরা। তাদের দাবি, প্রেমিকের হাত আছে এই আত্মহননে।
আকাঙ্খার ইনস্টাগ্রামে প্রায় ১৭ লাখ অনুসারি রয়েছে। তারা প্রিয় অভিনেত্রীর কান্নার এক লাইভ ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। সেই ভিডিওতে সবাই কমেন্ট করতে শুরু করেন। প্রশ্ন করেন, কী হয়েছে তার। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আকাঙ্খা লাইভ শেষ করে দেন। কারও প্ররোচনায় এসে তিনি এ কাজ করেছেন কি না, সে বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।
মাত্র ১৭ বছর বয়সে ভোজপুরী সিনেমা জগতে পা রেখেছিলেন আকাঙ্খা দুবে। অল্প কিছুদিনের মধ্যেই একের পর এক ব্রেক। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র ২৬ বছর বয়সেই সাফল্যের মুখ দেখেন আকাঙ্খা। কিন্তু ২০১৮ সালে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে দাবি করেছেন তার পরিবারের ঘনিষ্টজনেরা।
ঘটনার পর থেকেই পলাতক আকাঙ্খার বয়ফ্রেন্ড সমর সিং। জানা গেছে, তাদের মধ্যে ব্রেক আপ হয়ে গিয়েছিলো। সেই থেকেই কি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন আকাঙ্খা? এই আত্মহত্যার পেছনে কি ব্রেক আপই দায়ি? এখনও আকাঙ্খার সোশাল মিডিয়া প্রোফাইলে বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি রয়েছে।
আরও পড়ুন: জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবের আত্মহত্যা
বয়ফ্রেন্ড সমর সিংয়ের সঙ্গে ব্রেক আপের পর থেকেই মন ভালো ছিল না আকাঙ্খা দুবের। সেই কারণেই কি কোনোভাবে তাকে আত্মহত্যার জন্য প্ররোচনা দিয়েছে? বয়ফ্রেন্ড সমর সিংয়ের নিখোঁজ হওয়ায় আরও বাড়ছে রহস্য। যদিও নিজের সামাজিক মাধ্যমে সমর লিখেছেন, নির্বাক। তবে এতেও মন গলছে না আকাঙ্খার ভক্তদের।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.