মহান স্বাধীনতা দিবসে মগবাজারের এক স্টুডিও'তে অনুষ্ঠিত হলো ‘স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমার শুভ মহরত। একই সঙ্গে সিনেমাটির একটি গানও রেকর্ডিং করা হয়।
রনি ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক। এর আগে এই নির্মাতা ‘এ চোখে শুধু তুমি’, ‘মাটির পরী’, ‘ক্রাইম রোড’, ‘গুন্ডামি’ সহ বেশকিছু সিনেমা পরিচালনা করেছেন।
‘স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করছেন আফফান মিতুল এবং জান্নাত আফরিন।
মহরতে নির্মাতা সায়মন তারিক এবং প্রযোজক চাঁন মিয়া পরিচয় করিয়ে দেন আফফান মিতুল আর জান্নাত আফরিনকে। সিনেমাটি নির্মিত হবে ৯০ দশকের প্রেক্ষাপটে।
মিতুল এতে অভিনয় করছেন ‘মিতুল’ নামেই যিনি নায়ক সালমান শাহ'র অন্ধ ভক্ত। এক নজর সালমান শাহ'কে দেখতে মিতুলের নানা ধরণের প্রচেষ্টা এই সিনেমায় উঠে আসবে। ১৩ এপ্রিল থেকে শুটিং শুরু হবে সিনেমাটির। তিনটি গান রয়েছে এতে। দুটি গানের চিত্রায়ণ হবে ভারতে।
ছবিটি মুক্তি পাবে এ বছর সালমান শাহ'র মৃত্যু বার্ষিকী ৬ সেপ্টেম্বর।
এদিকে সম্প্রতি আফফান মিতুল অভিনীত ‘আদম’ সিনেমার প্রমোশনাল গান বের হয়েছে। এতে আফফান মিতুলের সহশিল্পী ছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’ সিনেমায় মিতুল অভিনয় করেছেন রকস্টার চরিত্রে, এতে মিতুলের সহশিল্পী রাজ রিপা। মুক্তির অপেক্ষায় রয়েছে আফফান মিতুলের আরো একটি সিনেমা ‘নিশ্চুপ ভালোবাসা’। এই তিনটি সিনেমা চলতি বছর ঈদের পরপরই মুক্তি পাবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.