ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

এক লাফে ২০ কেজি ওজন বাড়ালেন ঋতাভারী!

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ ২০:৫৫:৪২
এক লাফে ২০ কেজি ওজন বাড়ালেন ঋতাভারী!

মিনি পর্দা দিয়ে শুরু করলেও বড় পর্দাতেও খুব দ্রুতই জায়গা করে নিয়েছেন ‘বং ক্রাশ’ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। বড় পর্দার পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমেও ভীষণ জনপ্রিয়। লাখ লাখ অনুসারী রয়েছে তার। প্রায় প্রতিদিনই ছবি শেয়ার করে সরব থাকেন তিনি।
তবে রোববার একটি ছবির রিল প্রকাশ করে সবাইকে চমকে দিয়েছেন ঋতাভরী। চেনাই যাচ্ছে না ভীষণ মুটিয়ে যাওয়া এই অভিনেত্রীকে। একটি সিনেমার চরিত্রের প্রয়োজনে বেশ ওজন বাড়াতে হয়েছে তাকে। ছবির নাম ‘ফাটাফাটি’। বিপরীতে রয়েছেন আবীর চট্টোপাধ্যায়।
ঋতাভরী তার কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই জানিয়েছেন তার মুটিয়ে যাবার গল্প। সেই সঙ্গে ছবিটির জন্য তার দুই আড়াই বছরের সফরের কথা। শুনিয়েছেন মেয়েদের বডি সেমিং নিয়ে অনেক কথা। কারণ ‘ফাটাফাটি’ সিনেমাটি সেই বিষয় নিয়েই।
পোস্টে আগে-পরের ছবি দিয়ে ঋতাভারী লেখেন, শনিবার আমার ছবির গান ‘জানি অকারণ’ মুক্তি পেয়েছে। এটি ফাটাফাটি ছবির গান। আর, এই প্রথমবার আমি একটি সিনেমার জন্য বিশাল বড় শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলাম।


তিনি আরও লেখেন, আমার সার্জারির পর (২০২১ সালে তার একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। আমি দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো ছবির কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন ওজন কমাই আবার। ঠিক তখনই ‘ফাটাফাটি’র প্রস্তাব আসে আমার কাছে। আর এই সিনেমার স্ক্রিপ্ট সব কিছু পাল্টে দেয়।  
‘ফাটাফাটি’ সিনেমার প্রসঙ্গে ঋতাভারী লেখেন, আমি যখন স্ক্রিপ্ট শুনি আমি বুঝে গিয়েছিলাম যে আমায় এই চরিত্রের জন্য ১৫-২০ কিলো ওজন বাড়াতে হবে। ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয় করার জন্য আবার ওজন বাড়াতে হবে। আমাকে অন্যান্য সব ছবির অফার হারাতে হবে ততদিন পর্যন্ত, যতক্ষণ না এই ছবির পর আমি আবার ওজন কমাচ্ছি।


তিনি বলেন, কিন্তু কিছু গল্প থাকে যার জন্য এত কষ্ট করা যায়। প্রসঙ্গত, এই সিনেমার কারণেই ঋতাভরীকে বাড়াতে হয়েছিলো প্রায় ২০ কেজি ওজন। সিনেমার শ্যুটিংয়ের পর ধীরে ধীরে আবার তিনি আগের চেহারায় ফেরার চেষ্টা করছেন তবে তা ধীরগতিতে।
এই পোস্টে ঋতাভরীকে বডি শেমিং নিয়েও সরব হতে দেখা গিয়েছে। তিনি জানান, বরাবর তিনি বডি শেমিংয়ের বিপক্ষে ছিলেন। এখনও আছেন। সার্জারির পরও তাকে তার ওজন বেড়ে যাওয়া নিয়ে নানান কটুক্তি শুনতে হয়েছে নেটিজেনদের কাছ থেকে।
ফাটাফাটি সিনেমার গান ‘জানি অকারণ’ গানটি মুক্তি পেয়েছে। যেখানে আবীর ও ঋতাভরীর মিষ্টি প্রেমের রসায়ন দেখা গিয়েছে। গানটি গেয়েছেন অন্তরা মিত্র। বহুদিন পর তিনি বাংলা সিনেমায় গান গাইলেন। প্লাস সাইজ মডেলকে নিয়েই এই সিনেমার কাহিনি। উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে এই সিনেমা মুক্তি পেতে চলেছে ১২ মে।  

একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads