সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে আবারও দেখা যাবে
বাংলাদেশের সিনেমায়। দীর্ঘ ১৩ বছর পর তিনি ফিরছেন ঢালিউডে। ভারতের বেশ কয়েকটি
গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে সিনেমার নাম ‘হিরো’। ছবিটি নিয়ে
এরিমধ্যে কথাবার্তা পাকা করেছেন মিঠুন।
কয়েক বছর ধরে পর্দা ও পর্দার বাইরে বেশ ব্যস্ত সময়
কাটাচ্ছেন একাধিক জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মিঠুন চক্রবর্তী। পর্দার বাইরে
রাজনীতি নিয়েও বেশ সরব। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন
তিনি। দলটির নির্বাচনী প্রচারেও অংশ নেন তিনি।
আর টলিউডে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রজাপতি’। যা
হাল আমলে ব্যবসার নিরিখে সফলতম ছবির তকমাই পেয়েছে। প্রথমবারের মতো মিঠুনের সঙ্গে
ছবিটিতে অভিনয় করেছেন দেব। এ ছাড়াও মিঠুনকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি
শো-তে।
জানা গেছে, বাংলাদেশের একটি সিনেমায় কাজ করতে প্রাথমিকভাবে
কথাবার্তা হয়েছে, মিঠুন নাকি আগ্রহ নিয়ে সাড়াও দিয়েছেন। কাজ করতে রাজি হয়েছেন
তিনি। ছবিটির চিত্রনাট্যকার আব্দুল জাহির বলেন, ‘তিন মাস ধরে
গল্পটি নিয়ে আমাদের কথা হচ্ছিল।
তিনি বলেন, আমরা আগে চিত্রনাট্য পাঠিয়েছিলাম। গত রোববার বিস্তারিত কথা হয়। সব শুনে পছন্দ হয়েছে চিত্রনাট্য। কথা দিয়েছেন ছবিটি করবেন। জহির বলেন, তাঁর হাতে আরও দুটি কাজ রয়েছে। সে সব মিলিয়েই তিনি শিডিউল মেলাবেন।
ছবির নাম ‘হিরো’। বাবা-মেয়ের সম্পর্কের উপর তৈরি এই
ছবির চিত্রনাট্য। ঈদের আগেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে চুক্তি করার ব্যাপারে আশাবাদী
চিত্রনাট্যকার। তেমনটি হলে অক্টোবরের দিকে সিনেমার শুটিং শুরু করতে চাইছেন
ঢালিউডের সংশ্লিষ্টরা।
শক্তি সামন্ত পরিচালিত ‘অন্যায় অবিচার’ ছবির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের সিনেমায় দেখা যায় মিঠুনকে। যদিও ছবিটি ছিল ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার। তারপর ২০১০ সালে শেষবার ‘গোলাপি’ ছবিতে অভিনয় করেন। এবার ‘হিরো’ হয়ে আবারও ফিরছেন ঢালিউডে।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.