ঢাকা ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

পাঠান ও বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ ২৩:০১:৫৩
পাঠান ও বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব

আবারো আলোচনায় পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। অবসর নেয়ার পর সামাজিক মাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য করে নিয়মতিই আলোচনায় থাকছেন তিনি। 

এবার শোয়েব আকতার আলোচনায় এসেছেন আফগানিস্তানকে প্রশংসায় ভাসিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবার দলটির প্রশংসায় পঞ্চমুখ শোয়েব। 

প্রথমবার পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আফগানিস্তান। শারজার মাটিতে টানা দুই ম্যাচে জয় পেয়েছে রশিদ খানরা। এবার আফগানদের লক্ষ্য পাকদের হোয়াইটওয়াশ করা।

আফগানিস্তানের এই সাফল্য নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের পেসার শোয়েব আকতার পাঠান ও বাঙালিদের প্রশংসা করেছেন। 

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে- পাঠান ও বাঙালিদের যে ক্ষমতা, যে শক্তি, তা যদি সঠিক উপায়ে পরিচালনা করা যেতো, তাহলে এই দুই জাতি বিশ্বসেরা হতো।

২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পরে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। 

শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার সেই জ্বালা বুকে নিয়েই সিরিজ খেলতে নেমেছিলেন রশিদ খানরা। কিন্তু শারজার মাটিতে পরপর দুই ম্যাচ জিতে নেয় আফগান বাহিনী।

শোয়েব অবশ্য আফগানদের লড়াই দেখে দারুণ খুশি। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আফগানদের। এগিয়ে আসছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে রশিদ খানদের অন্যতম ফেবারিট বলেছেন।

পিন্ডি এক্সপ্রেস বলেন, আফগানিস্তান দারুণ শক্তিশালী দল। ওদের স্পিনাররা দুর্দান্ত। নবি ভাল বোলিং করেছে। ওদের প্রতিটি স্পিনারই রহস্যময়। তারাই বিশ্বকাপের অন্যতম সেরা হবে।

শোয়েব বলেন, পাঠান ও বাঙালিরা যদি নিজেদের ক্ষমতা সঠিক উপায়ে প্রয়োগ করে তাহলে তারা বিশ্বের সেরা জাতি হতে পারে। 

তিনি আরও বলেন, এই দুটি জাতির মধ্যে কিছু করে দেখানোর জেদ রয়েছে, রয়েছে ইচ্ছাশক্তি, রয়েছে রক্তের তেজ। এই তেজ ও ইচ্ছাশক্তিকে যদি ইতিবাচক উপায়ে সঠিক পথে ব্যবহার করা হয়, তাহলে বিশ্বসেরা হতেই পারে। আমার পাঠান ভাইরা জিতেছে, এতে আমি দারুণ খুশি।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads