ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

বিএনপিকে চিঠি দেয়া নির্বাচন কমিশনের কৌশল: সিইসি

তানিয়া রহমান, একাত্তর
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ ১৮:৫৮:৩৪ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ২০:৫৭:২৭
বিএনপিকে চিঠি দেয়া নির্বাচন কমিশনের কৌশল: সিইসি

বিএনপিকে চিঠি দেয়া সরকারের কূটকৌশল নয়, এটা নির্বাচন কমিশনের নিজস্ব কৌশল বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় বসার আহবান জানানো হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয় বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার জন্য নির্বাচন কমিশনের চিঠি পাঠানোর মধ্য দিয়ে। এরপর গেলো কয়েকদিন ধরে বিএনপির আলোচনায় বসা না বসা, সরকারের কৌশল, একজন কমিশনারের বিবৃতি- এমন সব ঘটনা সেই আলোচনায় নানা মাত্রা যোগ করে।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের কাছে তাই পরিষ্কারভাবে বলেন, অনানুষ্ঠানিক আলোচনার জন্য বিএনপিকে চিঠি দেয়া হয়েছে যা কমিশনের কৌশল, সরকারের নয়।

তিনি বলেন, বিএনপিকে আমন্ত্রণ জানানো সরকারের কোনো কূটকৌশলের অংশ নয়, সরকারের সংশ্লেষ নেই। কূটকৌশল হলে সেটা ইসির হতে পারে, সরকারের নয়। সরকারের পরামর্শেও চিঠি দেওয়া হয়নি। ইসি কোনো কূটকৌশল থেকে এই চিঠি দেয়নি।

হাবিবুল আউয়াল বলেন, মূল জিনিসটা হলো, আমরা কিন্তু সংলাপে আহবান করিনি। সংলাপ বিষয়টি আনুষ্ঠানিক। আমরা কোনোভাবেই ওনাদের সংলাপে ডাকিনি। আমরা সুস্পষ্টভাবে বলেছি, আনুষ্ঠানিক না হলেও, আনুষ্ঠানিক মানে সংলাপ; অন্তত অনানুষ্ঠানিক আলোচনায় আপনারা আসতে পারেন। অত্যন্ত বিনীতভাবে এ আহবান করেছি।

সিইসি বলেন, চিঠি কমিশন থেকে দেওয়া হয়েছে। সরকারের পরামর্শ অনুযায়ী নয়। আমরা ব্যথিত হই, যখন বলা হয়, সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করি, আজ্ঞা বহন করিনি। আমরা নির্বাচন বিষয় নিয়ে আলাপ করে আমাদের চিন্তার মধ্যে ফুটে উঠেছে-বিএনপির মতো দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়।

কৌশল থাকলেও বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানান সিইসি।

তিনি বলেন, আমরা বলেছি, আপনাদের (বিএনপির) কৌশল থাকলে তার ওপর ইসির কোনো মন্তব্য থাকবে না। তারপরও আমরা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। ফল ইতিবাচক হতেও পারে, না-ও হতে পারে। প্রয়াস থাকবে। প্রয়াস গ্রহণ করতে বাধা থাকা উচিত নয়।

তিনি বলেন, ইসি মনে করে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দলীয় গণতন্ত্রের স্বার্থে দলগুলোর নির্বাচনে অংশ নেয়া প্রয়োজন। সংসদীয় গণতন্ত্রে দলীয় শাসনটাই মুখ্য। বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সরকার গঠন কখনও সম্ভব হয় না। দলগুলোর চর্চার মাধ্যমে তা বিকশিত হোক, গণতান্ত্রিক সরকার সংহত হোক-এটা চেষ্টা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা কোনো চিঠি পাইনি। আমি চিঠি দিয়েছি, যে কোনো রেসপন্স আমাদের চিঠির মাধ্যমে দিতে হবে। আমরা আশা করি, যেহেতু মহাসচিব মহোদয়কে চিঠি দিয়েছি। যে কোনো বক্তব্য আমাদের কাছে পত্রের মাধ্যমে আসে- সেটাই কাঙ্ক্ষিত। এরপর আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আগাম কোনো মন্তব্য নেই।

আলোচনা কী নিয়ে হবে, তাদের দাবি তো একটাই নির্বাচনকালীন সরকার- এমন প্রশ্নের জবাবে সাবেক এই আইন সচিব বলেন, আমি এই প্রশ্নের উত্তর এখনই দিতে চাচ্ছি না। কথা হচ্ছে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওনারা যদি আসেন, কী আলোচনা করবো সেটা সময়ই বলে দেবে। আলোচনার মধ্যেই ফুটে উঠবে ওনারা কী বললেন আমরা কী বলবো।

আরও পড়ুন: প্রতি আসনেই রির্টানিং কর্মকর্তা, সংবাদ সংগ্রহে বাধা দিলে জেল

বিএনপিকে চিঠি পাঠানো নিয়ে কমিশনারের মধ্যে কোন বিভেদ নেই জানিয়ে সিইসি বলেন, কোন চাপের কারণে এই চিঠি পাঠানো হয়নি। তিনি বলেন, চিঠি দেয়ার বিষয়টি পুরো কমিশন জানতো। সকলেই চিঠি অক্ষরে অক্ষরে পাঠ করেছেন। সদস্যরা কিছু সংশোধনীও দিয়েছেন। সেটাও সবাই দেখেছেন। কাজেই এটা প্রধান নির্বাচন কমিশনারের পত্র নয়। এটা সিইসি লিখেছেন কমিশনের পক্ষ থেকে।

এ সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান, মোহাম্মদ আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads