ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

গাজীপুরে জাল রুপি ও টাকাসহ চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ ১৯:৫৭:০৭
গাজীপুরে জাল রুপি ও টাকাসহ চারজন গ্রেপ্তার

গাজীপুরে ভারতীয় জাল রুপি ও বাংলাদেশী জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জিএমপি গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মাজহারুল ইসলাম (২৫), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার রমজান আলীর ছেলে খোরশেদ আলম (গিট্টু), কুড়িগ্রামের রাজার হাট থানার মৃত গফুর আলীর ছেলে ছামিউল (৩০) ও একই এলাকার আজিমউদ্দিন ছেলে ছালেক (২৭)।

সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) জানান, গোপন খবরের ভিত্তিতে সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে সদর থানার সালনা এলাকায় মাজাহরুল ও সবুজ নামের দুইজনকে সন্দেহবশত গ্রেপ্তার করে পুলিশ। তাদের হাতে শপিং ব্যাগ ও লুঙ্গির পেছনে গোঁজা পাঁচটি বান্ডিলের মধ্যে ভারতীয় তিন লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশী ছয় লাখ ৯২ হাজার হাজার জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: গাড়িচালক সম্রাট হত্যায় গ্রেপ্তার মমিনের একদিনের রিমান্ড মঞ্জুর

পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়া জেলার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ডেপুটি কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads