ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

যশোরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির কারিগর আটক

নিজস্ব প্রতিনিধি, যশোর
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ ২০:২৪:৪২
যশোরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির কারিগর আটক

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ বিপুল সংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার ও অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, ওই ওয়ার্কশপ থেকে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপণ কুমার সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন চোপদারপাড়ায় একটি বসতঘরের সাথের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: গাজীপুরে জাল রুপি ও টাকাসহ চারজন গ্রেপ্তার

আটককৃত অস্ত্র তৈরির এক কারিগর শাহাদত হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবির ওসি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads