ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

জেসিআই বাংলাদেশের ইফতার অনুষ্ঠিত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩ ২২:০৮:৩১
জেসিআই বাংলাদেশের ইফতার অনুষ্ঠিত

আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ইফতার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লুতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআইয়ের এশিয়া ও পেসিফিকের ২০২৩ ভাইস প্রেসিডেন্ট মারি কিতামুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া।

এতে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ব্যারিস্টার তাজিন নুয়েরী আনোয়ার ও জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির।

অনুষ্ঠান প্রসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া বলেন, জেসিআই বাংলাদেশ সব সময় সমাজের নানা স্তরের মানুষদের উন্নয়ন ও লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় এ বছর রমজান উপলক্ষে ২০০ জন বিশেষ শিশু ও এতিমদের নিয়ে ইফতার করেছি ও তাদের মধ্যে ঈদের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা জেসিআই বাংলাদেশ পরিবার দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি।

তিনি আরো বলেন, এবারের জেসিআই বাংলাদেশ ইফতারে ভিন্নতা এনেছে জেসিআইয়ের এশিয়া ও পেসিফিকের ২০২৩ ভাইস প্রেসিডেন্ট মারি কিতামুরার উপস্থিতি।

তিনি বাংলাদেশ আসতে পেরে এবং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে তিনি জেসিআই বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘জেসিআই বাংলাদেশ ইফতার ২০২৩’ এর ইভেন্ট ডিরেক্টর ও জেসিআই বাংলাদেশের ডিজিটাল কমিটি চেয়ারপারসন ফাহিম আহমেদ, চিফ এডভাইসার ও ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনেটর এম কামরুল ইসলাম চৌধুরি, ও ইভেন্ট এডভাইসার ও ন্যাশনাল ট্রেজারার সিনেটর এরফান হক।

আরও পড়ুন: এক আমলা অভিযোগ করায় সুলতানাকে গ্রেপ্তার: র‌্যাব

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল অফিসার ও লোকাল প্রেসিডেন্টসহ প্রায় ৭০০ সাধারণ সদস্য এই আয়োজনে অংশ নেন।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআই সদরদপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই’র ৩৭টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads