ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ ০০:১৫:১৪ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ০১:০৭:১১
পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির স্বামী রকিব সরকারসহ একাধিক ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন।

মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন জানিয়ে রকিব জানান, আলহামদুলিল্লাহ, সবই ভালোয় ভালোয় হয়েছে। সবার কাছে দোয়াও চান তিনি তাদের ছেলের জন্য।

এর আগে, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। মা হওয়ার ঘোষণা দিয়ে মাহি বলেছিলেন, তিনি আশা করছেন তার মেয়ে হবে। তবে তার কোলজুড়ে এলো পুত্র সন্তান।

তার স্বামী জানান, প্রথম সন্তানকে কোলে নিয়ে আনন্দে ভাসছেন নায়িকা।

মঙ্গলবার সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে রাত ১১টা ২০ মিনিটে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবরও জানিয়েছিলেন ফেসবুকে।

আরও পড়ুন: অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন প্রিয়াংকা চোপড়া

সম্প্রতি দুই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন মাহি। অর্ধদিবস ছিলেন কারাগারে। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।

একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads