ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ভারতের ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) অভিযান পরিচালনা করে এবং অভিযুক্ত কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করে।
ডিসিজিআই-এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নকল ওষুধের বিরুদ্ধে ভারতজুড়ে অভিযান পরিচালনা করছে ডিসিজিআই। হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে আরও ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশপাশি শোকজ নোটিশ দেওয়া হয়েছে আরও ২৬ কোম্পানিকে।
আরও পড়ুন: বিড়ালছানা দেওয়া লোভে অপহরণ, ধর্ষণের পর হত্যা
এদিকে মেরিয়ন বায়োটেকের তিন জন সিনিয়র কর্মচারীকে নয়ডা পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর একাধিক শিশুর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে, একাধিক ভারতীয় কোম্পানির বিরুদ্ধে ভুয়া ওষুধ তৈরির অভিযোগ উঠে। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। এরপরই ভারতজুড়ে ওষুধ তৈরির প্রতিষ্ঠানগুলোতে অভিযান শুরু হয়।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.