ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

স্পেনকে হারিয়ে চমক দেখালো স্কটল্যান্ড

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ ১২:৫৬:৩৬
স্পেনকে হারিয়ে চমক দেখালো স্কটল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এদিকে, স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছে স্কটল্যান্ড। স্প্যানিশদের ২-০ গোলে হারিয়েছে স্কটিশরা।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই স্কটল্যান্ডকে লিড এনে দেন স্কট। প্রথমার্ধ শেষে আক্রমণের ধার বাড়ায় স্পেন। তবে দুর্বল রক্ষণভাগের কারণে ৫৭ মিনিটে আরও এক গোল হজম করে স্প্যানিশরা।

আবারেো গোলদাতা স্কট। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি কোন দল। ম্যাচে ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় স্প্যানিশরা।

ফলে আইবেরিয়ান (স্পেন ও পর্তুগাল) অঞ্চলের দলের বিপক্ষে ৩৯ বছর পর জয় পায় স্কটিশরা। অন্যদিকে ইউরো বাছাইপর্বে ৯ বছর পর হারলো স্পেন।

সর্বশেষ ২০১৪ সালে তারা স্লোভাকিয়ার কাছে হেরেছিল। এরপর গেল ৯ বছরে তারা ইউরো বাছাইপর্বের ১৯ ম্যাচ খেলে ১৭টিতেই জিতেছে। ড্র করেছে দুটিতে।

দুই ম্যাচের দুটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে এ-গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে স্কটল্যান্ড। দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে দ্বিতীয় স্থানে।

জুনে আবার ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে স্কটল্যান্ড। ১৭ জুন তাদের প্রতিপক্ষ নরওয়ে। আর ২১ জুন ঘরের মাঠে তারা খেলবে জর্জিয়ার বিপক্ষে।

অন্যদিকে জুনে স্পেন খেলবে উয়েফা ন্যাশন্স লিগের সেমিফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ ইতালি। সামনের দুই মাস ক্লাব ফুটবলেই জমজমাট থাকবে ইউরোপ।

এদিকে, তুরস্কের মাঠে ক্রোয়েশিয়ার জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে প্রথমার্ধেই। বিরতির আগেই দুই গোল করে অতিথিরা। ক্রোয়াটদের দুটি গোলই করেছেন মাতেও কোভাসিচ।

গত কয়েক সপ্তাহে পরপর দুই ভূমিকম্পের পর তুরস্কের মাঠে এটাই ছিলও প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ শুরুর আগে অবশ্য ভূমিকম্পে নিহতদের স্মরণ করা হয়।

আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে গোলের সেঞ্চুরি হাঁকালেন মেসি

ক্রোয়েশিয়ার জয়ের রাতে সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। ঘরের মাঠে ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে সুইসরা। ৫২ মিনিটের মধ্যে গোলগুলো করে স্বাগতিকরা।

বাছাইয়ের অন্য ম্যাচে বেলারুশের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোমানিয়া। এ ছাড়া কসোভো-অ্যান্ডোরা ও জর্জিয়া-নরওয়ের ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়েছে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads