ঢাকা ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ ১৭:৪৫:৩১ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৮:৫৫:৩৫
পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে কিশোরীর আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে এক কিশোরী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।  

বুধবার (২৯ মার্চ) ভোরে উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোরী শিলা আক্তার (১৬) ওই গ্রামের গামের শহিদুল ইসলামের মেয়ে। 

সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কামালের পাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আপেল মাহমুদের সাথে কচুয়া ইউনিয়নের স্কুল পড়ুয়া ওই কিশোরীর বছর তিন আগে বিয়ে হয়। পারিবারিক দ্বন্দ্বের ফলে কিছুদিন আগে তাদের তালাক হয়। তালাকের পর থেকে বাবার বাড়ি থেকেও শুরু হয় মানসিক নির্যাতন। 

আরও পড়ুন: প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় নিহত এক

এসআই শাহজাহান আরও জানান, এসব নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার রাতের কোনো এক সময় কীটনাশক (গ্যাস) ট্যাবলেট খেয়ে নিজ শয়নকক্ষে আত্মহত্যা করে শিলা। সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads