বিচার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ঠাকুরগাঁও নিষ্পত্তিকৃত ১২৩৪টি মামলার নথি ও জব্দ আলামত ধ্বংস করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (২৯ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের নেতৃত্বে রেকর্ডরুম শাখায় রক্ষিত ১২৩৪টি নিষ্পত্তিকৃত মামলার নথি পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, নিষ্পত্তিকৃত ১২৩৪টি মামলার মধ্যে ৪২টি মাদক মামলার আলামত হিসেবে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মামলার নথি ধ্বংস করা হয়।
আরও পড়ুন: সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, রেকর্ডরুম ও কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আরিফুর রাহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন, কোর্ট ইন্সপেক্টর আব্দুল ওয়াহেদ প্রমুখ।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.