কুমিল্লার মনোহরগঞ্জে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার স্বামীর বড় ভাই (ভাসুর)।
বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত নারী তিন সন্তানের জননী নিহত শারমিন আক্তার মনি (২৮) প্রবাসী মাসুদ আলমের স্ত্রী। ঘাতক খোরশেদ আলম (৩৫) পেশায় অটোরিকশা চালক। তার বিরুদ্ধে শিশু অপহরণ, হত্যা ও মানুষজনকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে। তিনি ওই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে বাড়ির উঠানে কাপড় শুকোনোর জন্য শারমিনের টাঙ্গানো দড়ি বারবার হারিয়ে যাচ্ছিল। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন শারমিনের স্বামীর বড়ভাই খোরশেদ আলম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শারমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন: সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গৃহবধূর ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.