ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

ইসি মো. আলমগীরের অভিমত

বড় দল না এলে নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে না

তানিয়া রহমান, একাত্তর
প্রকাশ: ২৯ মার্চ ২০২৩ ২০:২২:২৩ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ২১:৪৮:১৬
বড় দল না এলে নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে না

বিএনপি’র মতো বড় দল ভোটে অংশ না নিলে, সংসদ নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না, বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বিএনপির সাথে আলোচনার বিষয়ে কমিশন এখনো আশাবাদী উল্লেখ করে তিনি আরো জানান, কিছুদিন অপেক্ষার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

বুধবার (২৯ মার্চ) বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি মনে করে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার ক্ষমতা কমিশনের ‘নেই’। তাই সংলাপে বসা ‘অর্থহীন’।

আলোচনার জন্য আহবান জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। তাকে ‘বিশিষ্ট ভদ্রলোক’ বলে প্রশংসাও করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমের সাথে যখন বিএনপির মহাসচিব কথা বলছিলেন তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, নির্বাচন কমিশনে (ইসি) এখন ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সব দল নির্বাচনে অংশ নিলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন।

তিনি বলেন, বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত কোনো নির্বাচনেই সব দল অংশ নেয়নি। ১৯৭০ সালের নির্বাচনেও সব দল অংশ নেয়নি। এই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক ছিল না, এমনটা বলা যাবে না। দুই–একটা দল অংশ না নিলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়, এটা বলা যাবে না। তবে বড় দল অংশ না নিলে সে নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির

এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা, না করা রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। ইসির কিছু করার থাকে না। ইসি জোর করে কাউকে নির্বাচনে আনতে পারে না। পরপর দুবার কোনো দল নির্বাচনে অংশ না নিলে ইসি তাদের নিবন্ধন বাতিল করতে পারে।

বিএনপি সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা ইসির আমন্ত্রণে সাড়া দেবে না, সিইসি’র চিঠির জবাবও দেবে না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মো. আলমগীর বলেন, সিইসি ইতিমধ্যে বলেছেন তাঁরা বিএনপির কাছ থেকে লিখিত উত্তর আশা করছেন। বিএনপি জবাব দিতে পারে, না–ও দিতে পারে। একটা সময় পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads