নতুন একটি মাইলফলক স্পর্শ করলো দেশের ক্রিকেট। প্রথমবারের মতো মাঠে গড়ালো নারীদের লংগার ভার্সন ক্রিকেট ম্যাচ। খুলনায় তিন দলের অংশগ্রহণে শুরু হয়েছে নারীদের বিসিএল। এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশ নারী দল নিজেদের টেস্ট খেলার যোগ্য করে তুলবে বলে আশা ক্রিকেটার ও সংশ্লিষ্টদের।
নারীদের ক্রিকেটে বাংলাদেশের পথচলা এক যুগেরও বেশি সময় ধরে। এই সময়ে নানা অর্জন হলেও ক্রিকেটের এলিট শ্রেণী বা টেস্ট ক্রিকেটে নাম লেখানো হয়নি বাংলাদেশ নারীদের। অবশেষে ২০২১ সালে টেস্ট মর্যাদা পায় টাইগ্রেসরা। তবে করোনাসহ নানা কারণে নিজেদের টেস্ট ম্যাচের জন্য এতদিন প্রস্তুত করতে পারেনি বাংলাদেশ।
নারীদের টেস্টের জন্য নিজেদের প্রস্তুত করতে এবার বেশ জোরেশোরেই মাঠে নেমেছে বিসিবি। এরই অংশ হিসেবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিএল নামে মাঠে গড়ালো প্রথমবারের মতো নারীদের লংগার ভার্সন ক্রিকেট।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রথমবারের মতো আয়োজিত নারীদের এই বিসিএলে অংশগ্রহণ করছে তিনটি দল। পদ্মা, মেঘনা ও যমুনা নামের দলগুলো অংশগ্রহণ করবে দুইদিনের ম্যাচে। প্রথম ম্যাচে পদ্মা দল মুখোমুখি হচ্ছে যমুনা দলের।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। টেস্ট ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে এমন প্লাটফর্ম পেয়ে দারুণ খুশী ক্রিকেটাররা।
এমন লংগার ভার্সন টুর্নামেন্ট আরো বাড়ানোর দাবি ক্রিকেটারদের। প্রস্তুতি শেষে টেস্ট ম্যাচ খেলার জন্যও মুখিয়ে আছেন তারা।
আরও পড়ুন: সৌদি আরবের কোচের দায়িত্ব ছাড়লেন রেনার্ড
এ আয়োজনের মধ্যে দিয়ে টেস্ট ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করতে পারবে বলে আশাবাদী বিসিবিও।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.