হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, 'নিউ স্টার্ট' পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি মেনে না চলায় রাশিয়াকে কৌশলগত পরমাণু অস্ত্র বিষয়ক তথ্য প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া চুক্তিটি পুরোপুরি মেনে চলেনি এবং বছরে দুইবার উপাত্ত ভাগাভাগি করে নিতে অস্বীকার করেছে। এ কারণে একইভাবে আমরাও উপাত্ত ভাগাভাগি না করার সিদ্ধান্ত নিয়েছি।
কিরবি উল্লেখ করেন যে, চুক্তিটি কেবল দুই দেশের জন্যই নয় বরং সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আবারও তথ্য ভাগাভাগি করে নিতে চাইবে তবে রাশিয়াকেও অবশ্যই একই আগ্রহ দেখাতে হবে।
আরও পড়ুন: ঈদের ছয়দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ
সংবাদমাধ্যম এনএইচকে বলছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর, গতমাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফাভাবে এ দ্বিপাক্ষিক পরমাণু চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেন।
এই চুক্তির আওতায় পরমাণু অস্ত্রের সংখ্যা এবং স্থানের মত বিভিন্ন উপাত্ত বিনিময় করতো দুই দেশ।
রুশ-মার্কিন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত রাখার প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন।
একাত্তর/আরবিএস
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.