জয়পুরহাটে পৃথক দুটি স্থানে বরেন্দ্র আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক যুবক ও সদর উপজেলার তেঘর রেলগেট এলাকায় এক বৃদ্ধার ট্রেন কাটা পড়ে মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে পুলিশ স্টেশনে ওসি মোকতার হোসেন জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র আন্তঃনগর ট্রেনটি পাঁচবিবির বাগজানা খিড়ারপুকুর নামক এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাত এক যুবক (৪৫) ও সদর উপজেলার তেঘর রেলগেটের উত্তরপাশে দুর্গা রানী (৭০) নামে এক বৃদ্ধা ট্রেনে নিচে পড়ে মারা যান।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ওসি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ দুটো উদ্ধার করা হয়েছে।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.